Saturday, July 17th, 2021, 5:36 pm

নিলয় আলমগীর করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এদিন রাতে নিলয় আলমগীর ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানান। নিলয় আলমগীর বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তা জানিয়ে এই অভিনেতা লিখেনÑ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’ এরপর অভিনেত্রী জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, আনিসুর রহমান মিলন, সালহা খানম নাদিয়া, হাসান মাসুদ, সাইমন সাদিকসহ অনেক সহকর্মী ফেসবুকে মন্তব্য করে তার আরোগ্য কামনা করেছেন। ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের ‘বেইলি রোড’। এ ছাড়া ‘অল্প অল্প প্রেমের গল্প’, ‘ভালোবাসা-প্রেম নয়’, ‘রূপগাওয়াল’, ‘ভালোবাসবই তো’ সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নিলয়। সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকসহ বেশ কটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তা ছাড়া একক নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।