Saturday, July 17th, 2021, 5:45 pm

আসছে ঈদে ‘মায়ের ডাক’

নিজস্ব প্রতিবেদক :

মাবরুর রশিদ বান্নাহ ২০১৯ নির্মাণ করেছিলেন আশ্রয়। নাটকটি প্রশংসিত হয়েছিল। এরই ধারাবাহিকতা এবার নির্মাণ করলেন মায়ের ডাক। ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে সম্প্রতি ‘মায়ের ডাক’ এর শুটিং শেষ করেছেন তিনি। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিণ, কেয়া পায়েল ও শাহেদ আলী। বান্নাহ বলেন, নাটকটির প্রযোজক আকবর হায়দার মুন্না। তিনি ‘আশ্রয়’ নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তার। ‘মায়ের ডাক’ও তার গল্পে বানানো। করোনার কারণে গতবছর শুটিং হয়নি। এবার সব শিল্পীদের শিডিউল মিলে যাওয়ায় গাজীপুরে তিনদিনে কাজটি করে ফেললাম। তিনি বলেন, শুটিং যেহেতু শেষ তাই কনফিডেন্টলি মনে হচ্ছে কাজটি দর্শক পছন্দ করবে। প্রত্যেকেই এখন অনেক ব্যস্ত শিল্পী। তারা কাজটির জন্য খুব সাহায্য করেছেন। শুটিংয়ে আগে চিন্তায় ছিলাম। কিন্তু শুটিং করার সময় কোনো চিন্তা ছিল না। বান্নাহ আরো বলেন, প্রত্যেকেই গল্প পছন্দ করেছেন এবং নিজেদের চরিত্র পছন্দ করেছেন। এজন্যই ‘মায়ের ডাক’-এ এতোগুলো শিল্পীদের নিয়ে কাজ করতে পেরেছি। এটি ‘ফ্যামিলি ড্রামা’ গল্পের নাটক। ‘আশ্রয়’ এর পরে এটি আমার অন্যতম বড় আয়োজনের কাজ। প্রযোজক মুন্না ভাইসহ প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ। আমার বিশ্বাস, কাজটি দর্শক আগ্রহ নিয়ে উপভোগ করবেন। আসন্ন ঈদুল আযহায় ‘মায়ের ডাক’ প্রচার হবে একটি বেসরকারি টিভিতে পাশাপাশি প্রচার হবে ক্লাব ইলাভেনের ইউটিউবে।