এপি, রিচমন্ড :
বন্যায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি এবং তার আশেপাশে শত শত বাড়ি প্লাবিত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৫০ হাজার মানুষের সমস্যা সৃষ্টি হয়েছে।
সিডনির স্টেট ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান বলেছেন, জরুরি প্রতিক্রিয়া দলগুলো সিডনির বিভিন্ন এলাকার রাস্তা, বাড়ি ও গাড়িতে আটকে থাকা ১০০ জনকে উদ্ধার করেছে।
১৬ মাসের মধ্যে এ এলাকায় এটি চতুর্থ বন্যা, যা অঞ্চলটিতে জরুরি অবস্থার সৃষ্টি করেছে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেছেন, ৫০ হাজার মানুষকে নিরাপদে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেয়ার আদেশ এবং সতর্কতা দেয়া হয়েছে।
পেরোটেট আরও বলেন, দয়া করে সতর্ক থাকুন। আমাদের রাজ্য জুড়ে আকস্মিক বন্যার জন্য এখনও যথেষ্ট ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো