ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের গাড়ির চাপ বেড়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বেড়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর মধ্যে আবার কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।
যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো