মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ১০ জুলাই (রবিবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঁচটি জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশন জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরও নির্ধারণ করেছে।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ জুলাই (রবিবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আউয়াল হাওলাদার।
আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক