Tuesday, July 12th, 2022, 12:04 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৭৪ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৭৪৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৭৪ হাজার ৫৬৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি চার লাখ ৯১ হাজার ৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৬ হাজার ২৩২ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩২৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৪৫৪ জনে।