Wednesday, July 13th, 2022, 8:53 pm

কলকাতায় সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর মৃত্যু

ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী নিহত এবং তার মা গুরুতর আহত হয়েছেন।
নিহত শাজমিলা জিসমাম মুন চবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
এ ঘটনায় আহত হয়েছেন তার মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি।
পারিবারিক সূত্র অনুযায়ী, মুন ও তার বড় ভাই লেফটেন্যান্ট সাফওয়ান জসির চৌধুরী তাদের মা ডলিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ জুলাই ভারতে নিয়ে যান। ১০ জুলাই তাদের দিল্লি যাওয়ার কথা ছিল।
মুনের বাবা ও এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘১০ জুলাই রাস্তা পার হওয়ার সময় মুন ও তার মাকে একটি দ্রুত গতির বাস ধাক্কা দেয়। তাদের দুজনকেই কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ১২ জুলাই মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’
জসিম জানান, তার স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং মুনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

—ইউএনবি