Thursday, July 14th, 2022, 12:56 pm

সাতক্ষীরায় লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

সুন্দরবন সংলগ্ন জনবসতি এলাকায় বাঘের দেখা পাওয়ার পর থেকে শ্যামনগর উপজেলার গোলাখালী দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার গ্রামের রফিকুল নামে এক ব্যক্তির মালিকানাধীন চিংড়ির খামারের কাছে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। বাঘটি সেখানে প্রায় ২০ মিনিটের মতো ছিলো বলে জানা গেছে।

গ্রামের বাসিন্দা ভোলানাথ মণ্ডল বলেন,‘বাঘের ভয়ে কেউ এখন তাদের ঘর থেকে বের হতে সাহস করছে না।’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, গ্রাম্য টাইগার রেসপন্স ফোর্স এবং বন বিভাগের একটি যৌথ দল ২৪ ঘণ্টা নজরে রাখছে। তবে গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

—ইউএনবি