Monday, July 19th, 2021, 1:55 pm

ফকির আলমগীর লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বিষয়টি নিশ্চত করেছেন।

বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এই সংগীতশিল্পী।

রাজীব বলেন, ‘বাবার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছিল এবং আমরা তার দ্রুত সুস্থতার বিষয়ে আশাবাদী ছিলাম, দুর্ভাগ্যক্রমে বাবার অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করায় চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন নেয়ার পরামর্শ দেন।’

তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫ এর নিচে নেমে আসে, তবে ভেন্টিলেশন নেয়ার পর অক্সিজেন স্যাচুরেশন ৯০ এ উন্নিত হয়েছে।

রাজীব বলেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে (১৯ জুলাই) মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন।

স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সাথে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।