নিজস্ব প্রতিবেদক :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দেশে বুধবার সকাল অবধি ২৪ ঘণ্টার আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪০৬ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারী থেকে এই পর্যন্ত প্রায় ১,৩৬০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে ৯৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
রবিবার ডিজিএইচএসের মুখপাত্র প্রফেসর ডঃ নাজমুল ইসলাম করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত বুলেটিনে ডেঙ্গু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ডাঃ নাজমুল বলেন, সারাদেশে মশা নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ ব্যক্তিরা যদি সর্বাত্মক চেষ্টা না করেন তবে পরিস্থিতি আরও অবনতি হতে থাকবে।
তিনি আরও বলেন, কারও জ্বর হলে করোনার পাশাপাশি তাদের ডেঙ্গু পরীক্ষাও করা উচিত।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন