অনলাইন ডেস্ক :
জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ আসছে বাংলাদেশে। শনিবার পররষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এই টিকা গ্রহণ করবেন। কোভেক্সের আওতায় এই টিকা পাঠানো হচ্ছে।
ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে করে শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালানটি এসে পৌঁছাবে বলে জানা গেছে।
কয়েক দফায় জাপান বাংলাদেশকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিবে বলে জানিয়েছে। জাপান জানিয়েছে, করোনা-১৯ মহামারির বিরুদ্ধে তারা বাংলাদেশের পাশে দাঁড়াবে।
এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এক ঘোষণায় বলেছেন, তারা এই অঞ্চলের ১৫ টি দেশকে কোভেক্সের আওতায় ১১০ কোটি টিকা দিবে।

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের