অনলাইন ডেস্ক :
শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেল (ডিজিএইচএস) এর তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত প্রায় ৩৯০ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে প্রায় এক হাজার ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে এক হাজার ৭৭ জন সুস্থ হয়েছেন।
ডিজিএইচএসের মুখপাত্র ও লাইন পরিচালক প্রফেসর ড. নাজমুল ইসলাম কারও জ্বর থাকলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
এছাড়াও তিনি চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে বলেছেন। প্রয়োজনে ডিজিএইচএসের হটলাইন নম্বরে যোগাযোগ করে কেউ চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের