Sunday, July 31st, 2022, 1:17 pm

দেশে পৌঁছেছে শিশুদের করোনার টিকা

বাংলাদেশকে আরও ১৫ লাখ পেডিয়াট্রিক ফাইজার ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এই টিকা ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আগামী সপ্তাহে আরও টিকার চালান আসার কথা রয়েছে।

এই টিকাগুলো নিরাপদে এবং কার্যকরভাবে পরিচালনায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা করছে ইউএসএআইডি। আগামী সপ্তাহে ৫ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য এই টিকাদান কার্যক্রম শুরু করবে সরকার।

—-ইউএনবি