Thursday, September 1st, 2022, 7:28 pm

গিটার হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা

অনলাইন ডেস্ক :

বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। সেই তাঁর স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান আকস্মিকভাবেই? বিষয়টা কেমন হবে? ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাক্সক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাঁকে চমকে দেওয়ার জন্যই এমন একটি কাজ করেছেন।