অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় না করলেও তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। পর্দায় না পেয়ে অনুরাগীরা তাকে খুঁজে ফেরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার নামে রয়েছে অসখ্য আইডি। ফলে অনুরাগীদের হতে হচ্ছে প্রতারণার শিকার। শাবনূর নিজেই তা জানালেন এক ভিডিওবার্তায়। শাবনূর বলেন, ‘আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা জানেন, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালানো হচ্ছে। আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘এসব ভুয়া পেজ ও আইডির কারণে আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন। আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন- সে খবরও বিভিন্ন সূত্রে জেনে আসছি।’ এ অভিনেত্রী তার নামে খোলা ভুয়া আইডিগুলো বর্জন করার আহ্বান জানান। সেই সঙ্গে নিজের ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের লিঙ্কও প্রকাশ করেন ভিডিওতে।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু