Monday, September 12th, 2022, 8:06 pm

তুর্কি জাহাজে গুলি ছুঁড়ল গ্রিক উপকূল রক্ষীরা

অনলাইন ডেস্ক :

তুরস্কের একটি কার্গো জাহাজের ওপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে। গত শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে। কমোরোসের পতাকাবাহী রো রো জাহাজ ‘আনাতোলিয়ান’ গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক দাবি করেছে, গ্রিসের উপকূল রক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলি বর্ষণ করে। অন্যদিকে গ্রিসের উপকূল রক্ষীরা বলছে, তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। তবে এ বিষয়ে তুরস্কের গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আনাতোলিয়ান জাহাজের ক্রুরা ওই ভিডিও ধারণ করেন। এতে দেখা যায়, গ্রিসের উপকূল রক্ষীদের একটি বোট তুরস্কের রো রো কার্গো জাহাজের পাশ ঘেঁষে চলছে। ভিডিওতে আরো দেখা যায়, জাহাজের জানালায় বেশ কয়েকটি গুলি লেগে ছিদ্র হয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের উপকূল রক্ষীরা কার্গো জাহাজের ওপর হয়রানিমূলক হামলা চালায়। এই খবর পেয়ে তুরস্কের উপকূল রক্ষীদের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে যাত্রা করলে গ্রিসের জাহাজটি পালিয়ে যায়। সূত্র : পার্সটুডে