Sunday, September 18th, 2022, 8:27 pm

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপটি মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত আকাশ বিশ্বাস (২২) নড়াইলের কালিয়া উপজেলার বিপাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছা পৌর সদরের সিনেমা হল রোড থেকে আকাশ বিশ্বাস মোটরসাইকেল যোগে যশোর-বেনাপোল মহাসড়কে ওঠে। এ সময় বেনাপোলগামী ট্রাকটির সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক আটক হয়েছে। নিহত আকাশ বিশ্বাস ঝিকরগাছা পৌরসভার কাটাখালের শান্তি নগরে বোনের বাড়ি বৃহস্পতিবার বেড়াতে এসেছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

—-ইউএনবি