চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকসহ এক চালককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট এলাকা থেকে আটকের পর ট্রাক তল্লাশি করে ৫০টি স্বর্ণের বার জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বারগুলোর ওজন ৩ কেজি ৪৭৬ গ্রাম।
আটক ভারতীয় ট্রাকচালক রেন্টু শেখ (৪০) ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানার মাহাদিপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে।
রবিবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি দল রবিবার দুপুর ১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য খালাস শেষে ভারতে ফেরত যাওয়ার সময় বন্দরের পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়।
এসময় ট্রাক চালকের সিটের নিচ থেকে ছোট বড় বিভিন্ন ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৩ কেজি ৪৭৬ গ্রাম। এ ঘটনায় ট্রাক চালক রেন্টু শেখকে আটক করা হয় ও সেই সঙ্গে ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা