কুমিল্লার হোমনায় গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন যুবক আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার জয়পুর গ্রামের আ. লতিফ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই গ্রামের মো. সজীব (২৩), মো. জালাল উদ্দিন (২২), মো. সাইফুল (২০), সাইদুল ইসলাম বাবুল (৩৫) ও মো. শাহিন (৩৮)।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. উসমান গনি বলেন, ‘লতিফ মিয়ার স্ত্রী ঘরের ভেতর সিলিন্ডার গ্যাসে রান্নার জন্য আগুন জ্বালাচ্ছিলেন। চুলার সুইচ দিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের আগুন ওপরে উঠে যায়।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে জয়পুর গ্রামের পাচঁ যুবক আহত হয়েছেন।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন জানান, আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মো. সজিব ও জালাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের