Wednesday, September 21st, 2022, 1:14 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৮০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১৭৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৩ হাজার ২২৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার ৬৮৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৯ হাজার ২০৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ২৪১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩৭০ জনে।