অনলাইন ডেস্ক :
একদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫১ হাজার ৬৪৯ জন। বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার চার জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৫০ হাজার ৬৬৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪৮৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬৭৩ জনে।

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের