গাজীপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় ওই প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল হাসিব খান (৫০) কালীও ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে।
আহত সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই সোহেল নিহত ও গাড়িচালক সজিব গুরুতর আহত হন।
আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: নজরুল ইসলাম খান
গ্রিনল্যান্ড কখনও যুক্তরাষ্ট্রের নয়: ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপীয় নেতারা
জমি দখল করে বিএনপি নেতার কলেজ, প্রতিবাদ করায় এলাকাছাড়া স্কুলশিক্ষক