জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞায় ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি, দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন ও প্রফেসর সাইফ উদ্দীন আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার ওসি মো. হাসান ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহিন ও পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান প্রমুখ।
উল্লেখ্য ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮৩ লাখ টাকা ব্যায়ে উক্ত ভবন নির্মাণ করা হয়েছে।
দাগনভূঞায় স্কুল ভবন উদ্বোধন

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন