Thursday, October 13th, 2022, 2:28 pm

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  দুর্যোগ ব্যবস্থাপনা উপজেলা প্রশাসন শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুলল আহসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘূর্নিঝড় প্রস্তুতি করণ কর্মসূচি সিপিপি’র সহকারি পরিচালক মো.আসাদ্দুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ, কলাপাড়া থানার ওসি মো. জসিম, মহিপুর থানার ওসি খোন্দকার মো. অবুল খায়ের প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি, এনজিও ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।