Sunday, October 16th, 2022, 2:36 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬৫ লাখ ৭০ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৭ লাখ তিন হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯০ হাজার ৩৭৪ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৭৪ জনে।