Sunday, October 16th, 2022, 7:31 pm

এবারই প্রথম একসঙ্গে নিরব-সুনেরা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ, অভিনেতা নিরব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ‘জয় বাংলার ধ্বনি’ নামক আসন্ন সিনেমায় একত্র হতে যাচ্ছেন এই দুই তারকা। মুক্তিযুদ্ধের গল্পের উপরে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ। শনিবার সকালে একটি দৈনিক পত্রিকাকে নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি অন্য সবার মতো আমারও দুর্বলতা রয়েছে। মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে। ’ নিরব বাংলাদেশের মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তার পর ঢাকাই সিনেমায় নাম লেখান। অপরদিকে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। এই জুটির রসায়ন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত অনুরাগীরা।