Wednesday, October 19th, 2022, 1:13 pm

বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরে মঙ্গলবার মধ্যরাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ঢাকা ও দেশের উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

—ইউএনবি