Monday, October 24th, 2022, 1:31 am

শরীয়তপুরে আমরা রমণী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর, (ডামুড্যা) :

গত ২৩ অক্টোবর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় স্বনির্ভর শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি’র বাস ভবনে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা রমণী সদস্য সম্মেলনের অনুষ্ঠিত গয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর শরীয়তপুরের ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি। আমরা রমণী কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মালিয়া হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবাহা চৌধুরী, সাদেক হাসান সেজুতি, এস. আজরা করিম, সারাহা কামাল এবং মাসরুফা হোসেন। চেয়ারম্যান মালিয়া হোসেন বলেন আমরা রমণী এর লক্ষ্য উদ্দেশ্যে হচ্ছে নারীদেরকে অনুপ্রাণিত করা, সংঘঠিত করা এবং ক্ষমতায়ন করা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান।