জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গোলচত্বর এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় কেন্দ্রের সামনে এসে মিছিল করতে থাকে তারা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। এসময় দুজন আহত হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে ও পরে আরও একজনকে আটক করে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, পছন্দের মার্কা ফুটবল
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর