Friday, November 4th, 2022, 7:35 pm

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রাস্তার পাশের গাছে বাইক ধাক্কা লেগে চালকসহ অপর দুই আরোহীর মৃত্যু হয়।

পুলিশ মোটরসাইলেক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাইক আরোহী ইয়াসিন আরাফাত(১৩), রাব্বি মৃধা(১৪) ও সিয়াম (১৩) সবাই মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা।

বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিহাদ জানান, বেলা সাড়ে ১২টার দিকে বরগুনা-বেতাগী মহাসড়কে তাদের মোটরসাইকেলটি গদির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি