Sunday, November 6th, 2022, 7:13 pm

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ গ্রেপ্তার

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাজধানীর গুলশানের বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন থানায় দায়ের করা মামলায় সুলতানাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে কোনো তথ্য দেননি ওসি।

—-ইউএনবি