অনলাইন ডেস্ক :
২০২৩-২৪ প্রিমিয়ার লিগ মৌসুমে ১২ আগস্ট থেকে শুরু হবে। জানুয়ারিতে মৌসুম মধ্যবর্তী বিরতিতে যাবে ক্লাবগুলো, ইংলিশ শীর্ষ লিগ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ^কাপের জন্য এবারের মৌসুম মধ্যবর্তী বিরতি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে সূচীর মাধ্যমে প্রিমিয়ার লিগ আবারো মাঠে গড়াবে।
আগামী বছর ২৮ মে এবারের লিগের ফাইনাল রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে পরবর্তী মৌসুম শুরুর আগে খেলোয়াড়রা প্রায় ১১ সপ্তাহের সময় পাবে। লিগের এক বিবৃবিতে বলা হয়েছে কোভিড-১৯ মহামারী ও ফিফা বিশ^কাপের জন্য তিন মৌসুম কিছুটা হলেও সূচী পরিবর্তন হবার পর আগামী মৌসুম থেকে স্বাভাবিক সময়ে লিগ শুরু হবে। এবার ক্লাবগুলোর সাথে আলোচনা করেই বড়দিন ও নতুন বছরে ব্যস্ত সূচী নির্ধারন করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুম শেষ হবে ২০২৪ সালের ১৯ মে। ১৩-২০ জানুয়ারি পর্যন্ত মৌসুম মধ্যবর্তী বিরতিতে যাবে ক্লাবগুলো।

আরও পড়ুন
ভারতে বিশ্বকাপ খেলার অনুরোধ আইসিসির, নিরাপত্তা শঙ্কায় প্রত্যাখ্যান বিসিবির
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন