অনলাইন ডেস্ক :
বেশ কিছুদিন হলো চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এজন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। সোমবার সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজল লিখেছেন, ‘মহান আল্লাহতায়ালার রহমতে আজ আমার বাম চোখের অপারেশন সঠিকভাবে সম্পন্ন হল। কিছুদিন আগে ডান চোখের অপারেশনও সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এর আগে এই অভিনেতার বাম চোখেও লেন্স পড়ানো হয়। ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও পরিচিত। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হন। ডিপজল অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু