Thursday, November 24th, 2022, 10:30 am

৭ এপিবিএন সিলেটের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরন সম্পন্ন

জেলা প্রতিনিধি, সিলেট :

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেট এর প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর বুধবার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাতমাইলস্হ ব্যাটালিয়ন এর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন হয়।

প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্টানে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (সঃ) হুমায়ুন কবির এবং অত্র ইউনিটের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচে যমুনা ২ শূন্য গোলে পদ্মাকে পরাজিত করে । খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন ৭ এপিবিএন, সিলেট এর অধিনায়ক খোঃ ফরিদুল ইসলাম।