অনলাইন ডেস্ক :
সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জেমসের এক কনসার্টে চিত্রনায়ক সিয়াম আহমেদকে জোর করে প্রকাশ্যে চুমু খেয়েছেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। এমন কা-ে মেজাজ হারিয়ে নায়িকাকে চড় মেরেছিলে নায়ক। এতদিনে সবাই জেনে গেছেন, এই দৃশ্য ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের। এবার জানা গেছে, সিনেমাটির শেষ লটের শুটিং করতে ব্যাংককে উড়াল দিয়েছে ‘অন্তর্জাল’ টিমের একাংশ। সেই দলে আছে, সিয়াম, সুনেরাহ, এ বি এম সুমনসহ অনেকেই। সিনেমাটিতে মিম অভিনয় করলেও তাঁকে অংশ নিতে হচ্ছে না এই লটের শুটে।দীপংকর দীপন জানিয়েছেন, এক সপ্তাহ সিনেমাটুর শুটিং হবে। দীপংকর দীপনের পরিচালনায় ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’-এই মূলভাবনা নিয়ে আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান