অনলাইন ডেস্ক :
ফের অভিনয়ে ফিরছেন এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী আফসানা আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমায় তাকে দেখা যাবে। বিন্দুর বিপরীতে থাকছেন আরিফিন শুভ। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। আফসানা আরা বিন্দু ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানার-আপ আফসান আরা বিন্দু। তিনি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ¦লে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালে বিয়ের পরপরই বিজ্ঞাপন ও অভিনয়সহ মিডিয়ার সব মাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন
আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা