Monday, December 12th, 2022, 5:40 pm

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু,সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, আন্তর্জাতিক গবেষনা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউ এস আইডি ইকোফিস-২ সহযোগী গবেষেক সাগরিকা স্মৃতি সহ বিভিন্ন ইউনিয়ন তথ্য কর্মী ও গনমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।