জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর এলাকার শংকর সিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা সহ অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় ওই বাড়ীর লোকজন ধর্মীয় অনুষ্ঠান উপভোগের জন্য পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করেছিলেন। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি।

আরও পড়ুন
র্যাবের যৌথ অভিযানে রংপুরের জোড়া খুনের আসামি ঢাকা থেকে গ্রেফতার
রংপুর রেঞ্জের আনসার ও ভিডিপি‘র কার্যক্রম ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই