Sunday, January 1st, 2023, 4:01 pm

পল্লীকবি জসিমুদ্দিনের ১২০তম জন্মবার্ষিকী আজ

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পল্লীকবি জসীমউদ্দীন এর ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

রবিবার সকাল ৯ টায় কবির বাড়ির আঙ্গিনায় তার কবরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর নিজ বাড়ি অম্বিকাপুরে তার জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাসলিমা আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জনাব মো. কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো.শাহজাহান , অধ্যাপক এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

—-ইউএনবি