Thursday, January 12th, 2023, 12:47 pm

গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদানকৃত ১৯০ টি কম্বল বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মোনেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ওবায়দুল্লাহ, সোলায়মান আলীসহ সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।