চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড দুর্ঘটনায় মো. আবদুর রহিম তুষার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া সাগর উপকূল এলাকায় তাহসিন নামক শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুর রহিম তুষার কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তুষার নামে এক শ্রমিক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।
তাকে সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন