Sunday, January 15th, 2023, 8:29 pm

গুলশানে ‘টাকা ভাগাভাগি’ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটের গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম আমিনুল ইসলাম।

গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি বলেন, একপর্যায়ে দুজনেই গুলি চালালে আমিনুলের পায়ে জখম হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আব্দুল আহাদ জানান, ওহিদুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘পুলিশ দুজনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই করছে।’

—-ইউএনবি