চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুইজনকে গ্রেপ্তার ও ২০টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ারা উপজেলার সুনীল পালের ছেলে বাসু পাল (৩৫) ও বাশখালী উপজেলার শশাঙ্ক পালের ছেলে রতন পাল (৬০)।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, বুধবার সকালে শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে দুই জনের গতিবিধি সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। পরে পুলিশ তাদের জুতা থেকে দুই কেজি ৩৩২ দশমিক ১১ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে তারা সোনার বার বিক্রি করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। জব্দ স্বর্ণের বারগুলোর বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন