Sunday, January 22nd, 2023, 6:27 pm

প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা

শোবিজে এই সময়ে সবচেয়ে আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালে এই দিনে (২২ জানুয়ারি) গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তাই ক্যালেন্ডারের হিসেব গুণে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

জীবনের এই স্মরণীয় দিনটিকে নিয়ে পরী ও রাজ দুজনই ফেসবুকে নিজেদের অনুভূতি শেয়ার করেন।

পরীমণি বিয়ের ভিডিওর এক অংশ পোস্ট করে সঙ্গে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’

অন্যদিকে শরিফুল রাজ সমূদ্র সৈকতে পরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘প্রিয়,গত এক বছর আমরা দারুণভাবে কাটিয়েছি। এমন কিছু স্মৃতি ছিল যা ভোলার মত না। যেগুলো আমার আত্মার সঙ্গে মিশে আছে। প্রতিদিন আমরা একসঙ্গে জীবন পাড়ি দিচ্ছি। শুভ বিবাহবার্ষিকী।’

বিয়ের প্রথম বছরে পরীর কোলে আসে নতুন অতিথি। তাদের পুত্র সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।\

—ইউএনবি