Tuesday, January 24th, 2023, 9:12 pm

নেপালের পার্লামেন্টের সামনে যুবকের আত্মহননের চেষ্টা

নবনির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্ট থেকে ওয়াক আউট করার সময় নেপালের ফেডারেল পার্লামেন্টের সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি আত্মহননের চেষ্টা করেন।

মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম প্রেম প্রসাদ আচার্য।

কাঠমান্ডুর মেট্রোপলিটন পুলিশ কমপ্লেক্স এসপি দীনেশ রাজ ময়নালি ফোনে এএনআইকে জানিয়েছেন, ‘ইলাম জেলার ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম প্রেম প্রসাদ আচার্য। তাকে কীর্তিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি দগ্ধ হয়েছেন এবং বর্তমানে কীর্তিপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আত্মহত্যার পেছনের কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। একজন প্রত্যক্ষদর্শীর সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি আত্মহননের চেষ্টা করছেন, দর্শকরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী দাহাল সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আচার্য তার শরীরে ডিজেল ঢেলে দেন এবং তারপর নিজেকে আগুন ধরিয়ে দেন।

—-ইউএনবি