Monday, January 30th, 2023, 8:06 pm

হিন্দি ছবি আমদানি প্রসঙ্গে মুখ খুললেন ঝন্টু

অনলাইন ডেস্ক :

বিদেশের সিনেমা নিয়ে এত গর্বের কী আছে? আর আমাদের কি টাকার এতোই অভাব যে তাদের থেকে ১০ পার্সেন্ট নিতে হবে? সম্প্রতি দেশে হিন্দি ছবি আমদানি নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে তার মধ্যেই বক্তব্য দিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ঝন্টু অভিনেত্রী নিপুণের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের চলচ্চিত্র যেন প্রসারিত হয় সেক্ষেত্রে নিপুণকে কাজ করতে হবে। আমর বিশ্বাস নিপুণ আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করবে। এখানে রেষারষিতে বিদেশি চলচ্চিত্র আমাদের মাঝে ঢুকে পড়লে বরং ক্ষতিটা আমাদের চলচ্চিত্র অঙ্গণের হবে। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্র ভালো যাচ্ছে না। সরকারিভাবে দেশের চলচ্চিত্র নিয়ে এখন ভাবা উচিত বলে মনে করেন এই পরিচালক।’ ঝন্টু বলেন, ‘দেশে কোনোভাবেই বিদেশি চলচ্চিত্র আমদানি করা যাবে না। বাংলা ভাষার জন্য যুদ্ধ করে কেন বিদেশি চলচ্চিত্র আমদানি করতে হবে এটাই তার দাবি। এটা হয়তো কথায় কথায় বলেছেন তিনি। সেটি ঢালাও করে গণমাধ্যম প্রচার করেছে। এটা ঠিক নয়।’ বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানিতে গত শনিবার দুপুরে বিএফডিসিতে জরুরি বৈঠক ডেকেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ, নায়ক রিয়াজ, ফেরদৌস ও নায়ক আলমগীরসহ অনেকে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিপুণ। সেখানে নিপুণ বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে হিন্দি ও বিদেশি সিনেমা আমদানির পক্ষে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। চলচ্চিত্রের আরও ১৯ সংগঠন সঙ্গে আলোচনা করে দ্রুত বাকি সিদ্ধান্ত নেওয়া হবে হবে। আমি যেটা চেয়েছি সিনেমা হল মালিকরা বলেছেন যৌক্তিক।’