Sunday, February 5th, 2023, 7:53 pm

হাসপাতালে আবদুল আজিজ

অনলাইন ডেস্ক :

গত শনিবার রাত ৮টায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আজিজ। তখনই দ্রুত তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা আবদুল আজিজ। গুণী এই ব্যক্তিত্ব একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে এখনও উজ্জ্বল তিনি। একজন নির্মাতা ও অভিনেতা ছাড়াও লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত ছিলেন মিডিয়া জগতে। তবে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিতই দেখা মেলে তার। তার সর্বশেষ অভিনীত কাজ অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’ যা এখন মুক্তির মিছিলে রয়েছে।