Wednesday, February 8th, 2023, 8:04 pm

৪ দিনব্যাপী নাট্য উৎসবে বাতিঘরের দুই নাটক

অনলাইন ডেস্ক :

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এমন স্লোগানে রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তিতে ৪ দিনব্যাপী নাট্য উৎসবে অনুষ্ঠিত হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজবাড়ীর আজাদী ময়দানে অনুষ্ঠিত এই আয়োজনে নাট্যদল বাতিঘর মঞ্চস্থ করতে যাচ্ছে দুটি নাটক। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাতিঘর মঞ্চস্থ করবে ‘ঊর্নাজাল’ এবং ১১ ফেব্রুয়ারি একই সময়ে ‘মাংকি ট্রায়াল’। নাটক ‘ঊর্ণাজাল’; এটি নাট্যদল বাতিঘর’র আলোচিত প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনায় বাকার বকুল। অন্যদিকে ‘মাংকি ট্রায়াল’ জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি রচিত। প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। এই নাট্য উৎসবে আরো প্রদর্শিত হবে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় ‘কবর’, বহুবচন থিয়েটার পাংশার প্রযোজনা ‘বৈতংসিক’, স্বদেশ নাট্যাঙ্গণ, রাজবাড়ীর ‘চন্দ্রগ্রহণ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার কলকাতার ‘লং মার্চ’, ফরিদপুরের বাংলা থিয়েটারের ‘সাইরেন’।