Tuesday, February 14th, 2023, 8:02 pm

মোহাম্মদপুরে পাট গুদামে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে একটি পাটের গোডাউন আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—-ইউএনবি