দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ চারদিনের মাথায় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।
সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রফিকুল ইসলাম।
নিহত সাহাবুল হোসেন বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশদিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবু।
সোমবার ৪ দিন পর বিকাল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে নিহত বাবুর লাশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তেরপুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন